প্রকাশিত: Sun, May 5, 2024 1:02 PM
আপডেট: Fri, May 9, 2025 7:19 AM

[১]গাজায় যুদ্ধবিরতি চুক্তি করতে কায়রোতে হামাসের প্রতিনিধি দল

ইমরুল শাহেদ: [২] যদিও ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ‘ইসরায়েল কোনোক্রমেই যুদ্ধ সমাপ্তি এবং রাফাহ অভিযান থেকে সরে আসতে সম্মত হবে না।’ তবে যুক্তরাষ্ট্র হামাসকে নিশ্চয়তা দিয়েছে যে, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। জিম্মিদের মুক্তি দেওয়া হলে সেনাবাহিনী আর যুদ্ধ করবে না।’ সূত্র: হার্তেজ

[৩] এর মধ্যেই গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনা শুরু করতে কায়রো পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল। এমনটাই জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। দ্রুত যুদ্ধবিরতি চুক্তি না হলে রাফাহ শহরে ‘রক্তপাত’ বইয়ে দেবে ইসরায়েল, জাতিসংঘের এমন সতর্কতার পর এ উদ্যোগ নিল হামাস। সূত্র: আলজাজিরা

[৪] যুদ্ধের ২১১ দিনে এসে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এবারের আলোচনাকে ‘করো বা মরো’ হিসিবে দেখা হচ্ছে। এবারের আলোচনায় একটি চুক্তি অর্জনের জন্য সংকল্পবদ্ধ বলে জানিয়েছে হামাস। 

[৫] এর আগে গাজায় ৪০ দিনের যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব হামাসকে দেয় ইসরায়েল। এই প্রস্তাবে হামাসের জবাব কী হয় তার জন্য অপেক্ষা করছেন বিদেশী মধ্যস্থতাকারীরা। ইসরায়েলের দেয়া এই যুদ্ধবিরতি প্রস্তাবে জিম্মি বিনিময়ের শর্ত রয়েছে। 

[৬] এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও রাফাহ আক্রমণে ওয়াশিংটনের আপত্তির কথা ফের উল্লেখ করে বলেছেন, ইসরায়েল সেখানে আশ্রয়দানকারী বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য কোনো পরিকল্পনা উপস্থাপন করেনি।

[৭] সাম্প্রতিক দিনগুলোতে দ’ুপক্ষেরই কিছু বিষয়ে সমঝোতার মনোভাব নতুন আশা দেখিয়েছে বলে রিপোর্ট করেন মিসর ও আমেরিকান মধ্যস্থতাকারীরা। সম্পাদনা: এম খান